শোনেন শোনেন দেশবাসী শুনেন দিয়া মন,
সুশীলতার পর্দা-ঘোমটা করবো উন্মোচন।
পিলখানাতে মরলো সেনা সুশীল রইল চুপ,
চেতনা চেতনা কইরা মজায় খাইলো স্যুপ!
বিরোধীদের পাছায় ডান্ডা, পায়ে ডান্ডাবেড়ী,
তখন তারা ঘুমে ছিল, খেয়ে বাংলা-তাড়ি।
যুদ্ধাপরাধ, বিচার নামে দেশপন্থীদের খুন!
দোষটা তারা দেখে নাই ভাই, ট্যাগ দিছে তা গুণ!
শাপলা চত্বর গণহত্যায় দেখে নাই সে দোষ,
চেতনার সে বেলুন ফুলায় ফু দিয়ে ফোস ফোস।
যাদের বয়স "স্বাধীন!" দেশে হলো ছত্তিরিশ,
ভোটটা আজো দিতে পারলো? চেতনার কি বিষ!
একটা ভোটে মার্কীনীরা, আরেকটাতে ভারত,
অন্যটাতে চায়না আসে, দেশ হয় জেলের গারদ।
আয়না ঘরের বর্ণনাতে শিউরে উঠে চিত্ত,
সুশীলের তা বয়েই গেলো, নেই যে ঘিন আর পিত্ত!
রক্তাক্ত জুলাই জুড়ে হাজার মানুষ হত্যা,
সুশীল ঘুমায় সুখেই পরে জিগায় হইছে কিত্তা?
না গো সুশীল হয়নি কিছুই ঘুমাও তোমরা আজো,
ছত্রিশ জুলাই স্বাধীনতার; পরেই কি সঙ সাজো?
রক্তের বন্যা যাদের ব্যাথা দেয়নি একটু'ও,
তারাই কেন অভিনয়ে বলো না ও পিও!
তোমরা কেমন স্বাধীনতা চেয়েছিলে সেটা,
জানতে চাইলো কখন কবে? সমুদ্দির পো কেঠা?
আগে যেমন চুপটি ছিলে এখনো রও খামোশ,
বিপ্লবীরা ভ্যামোস রবে খোলো এদের মুখোস।
খুললে মুখোস দেখতে পাবে, পতিত প্রেতাত্মা,
সুযোগ পেলেই খুবলে খাবে নব্য স্বাধীন সত্ত্বা।
হাজার হাজার মানব রক্তে অর্জিত যে সৌধ,
সেটা ভাঙবে? সাহস কত!? ভারতী অবৈধ!