নিরপেক্ষতা মানে ভণ্ডামী
নিরপেক্ষতা মানে নষ্টামী
বেলেল্লাপনার অবাধ লাইসেন্স
ধর্মের লেবাসে ব্যালে ড্যান্স।
নিরপেক্ষতা মানে প্রতারণা
নিরপেক্ষতা মানে প্রবঞ্চনা
প্রশ্রয় দিয়ে মাথায় তোলা
শয়তানের নিক্ষিপ্ত গোলা।
নিরপেক্ষতা মানে ইতরামি
নিরপেক্ষতা মানে মাতলামি
উস্কে দেয়া অবাধ সন্ত্রাস
ঋণদানের নামে গলায় ফাঁস।
নিরপেক্ষতা মানে হীণতা
নিরপেক্ষতা মানে নীচতা
জি হুজুর, জি হুজুর, স্বভাব
ভণ্ডদের কামুক ভাব।
নিরপেক্ষতার দোহাই দিয়ে
মানবতা মূল্যবোধ বিকিয়ে
নাজায়েযকে করে সিদ্ধ
সত্য ও ন্যায় শরবিদ্ধ।