রমণীর পাতলুনে এখন এসেছে হরেক ঢঙ,
কেউ পরে চিপা আবার কেউবা ডিভাইডার।
পাতলুন নিয়ে এমন রঙঢঙ দেখিনি আর,
এ যেন এক প্রতিযোগিতা সাজার সঙ।
কারো পাতলুনে দেখা যায় পুরো ঠ্যাং,
কারো আবার বড় সখ দেখাবার নলা।
হাঁটুর নিচে পাতলুনে অনেকের বাড়ে জ্বালা,
কেউ আবার ঢাউস সাইজে সাজে কোলা ব্যাঙ।
পাতলুন নয় যেন এখন চলে বিজ্ঞাপন,
ভাবখানা যেন এই রাখব না কিছুই গোপন।