প্রিয় বোনের অনন্ত যাত্রা

হাসান বিন নজরুল
০১ সেপ্টেম্বর ২০২৪

বাবা, মা আর তিনটি ভাইয়ের আদরের বোন ফাহমিদা,

রবের ডাকে গত হলো, কবর হলো, আলবিদা।

 

যতদিনই থাকবো বেঁচে, স্মৃতি গুলো মুছবে না,

হারানোর এ বেদনা তো, কোন দিনই ঘুচবে না।

 

স্বপ্ন গুলোর ডানা আজি ভীষণ রকম ঝাপটা দিয়ে,

তোর মেয়ের কাছে রুহ পৌঁছেছে, মাতৃত্বের মায়া নিয়ে।

 

মা-মেয়েকে বেহেস্ত মাঝে পরম মায়ার বাঁধনে,

রবের রহম রাখবে ঘিরে, জরা-ভয় আর ডর বিনে।

 

দেহ খাঁচার বাঁধন ছিড়ে রুহ গিয়েছে রব পানে,

সেখানে আর দুক্ষ নেই রে, সুখের নহর বইবে নে।

 

আমরা সবাই হাসরের ঐ মাঠ পেরুবো গৌরবে,

বেহেস্ত মাঝে পরিবারের মিলন হবে সৌরভে।

 

একসাথে না থাকতে চাইতি মা-বাবা আর ভাইদের নিয়ে,

বসে আছিস সবার আগে, মেয়ের সাথে বেহেস্ত গিয়ে!?

 

দিনে দিনে আমরা সবাই তোদের সাথে মিলবো গিয়ে,

সবাইকে তো যেতে হবে, অনন্ত ঐ সুধা পিয়ে।