সর্বগ্রাসী সুচি কেড়ে নিয়েছে সব
তাই সর্বহারা নগ্ন বসন্ত কিংকর্তব্যবিমূঢ়।
লিখেছে চিরকুট মানচিত্রের বুকে
নীল আকাশের ত্রিকোণিক ঠিকানায়
অভিমানী তারা জ্বলে আর নিভে
এখানে বসতি গড়ে নিয়েছে মাঘের রিক্ততা।
কারারুদ্ধ বসন্ত
কারারুদ্ধ হৃদয়
কারারুদ্ধ অপ্রকাশিত নীল চিরকুট
এখানে কখনো বসন্ত ফিরে না, ফিরবে না।