ছোট লাশ বড় লাশ,
লম্বা বা খাটো লাশ,
তরুণ আর বুড়ো লাশ, যে কোন বয়েসী লাশ,
তাজা লাশ, পচা লাশ,
নরোমসরোম লাশ,
রাইগর মর্টিসে শক্ত হওয়া যে লাশ,
ফর্সা কালো আর শ্যামলবরণ লাশ,
অলৌকিক আগরের গন্ধে ভরা যে লাশ,
লাশগুলো খুঁজছি…
জননী জনকে দেবো কলিজার টুকরা,
লাশটার খোঁজ চাই…
বুকের শূন্যতাটা পলক ভরাবে তারা,
দুদন্ড কোলে নিয়ে করবে আদর,
উদগ্রীব আছে বসে নাম দেবে নাম,
আহা, নিজহাতে সন্তান শোয়াবে কবরে।
কোথায় রেখেছো তুমি লাশগুলো? লাশ?
অক্ষত শরীরের কিছু যদি থাকে লাশ,
মগজ উড়ে যাওয়া বিক্ষত কোন লাশ,
মন্দ ভালোয় মেশা সেই ছেলেটার লাশ,
ক্লীন শেইভড, দাঁডিওয়ালা যেকোন মুখের লাশ,
অগোছালো, পরিপাটি যেকোন যুবক লাশ?
লাশগুলো খুঁজছি...
পেতে থাকা হাতে দেবো শান্ত নিথর হাত,
লাশটার খোঁজ চাই…
কত রমনী অপেক্ষায় আছে, একটু ছোঁবে,
লুকোবে অশ্রুমুখ তার মানুষের বুকে।
পথ চেয়ে জেগে আছে শিশু সন্তান।
আহা, কাফন পড়াবে, দেবে বিদায়ী দাফন।
কোথায় রেখেছো তুমি লাশগুলো? লাশ?